Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময়

Assalamu's habit of waking up at night. Many people want Tahajjud's grandfather to fall asleep at once. Let's not know the exact time of performing Tahajjud prayers in the light of Hadith InshaAllah.
And both of them are taken from Bukhari. According to the hadith, it is better to sleep for a part of the night and then perform tahajjud.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Narrated from 'Abdullah Ibn' Amr Ibn 'As (R) He said that the Messenger of Allah (peace and blessings of Allaah be upon him) told him: The most beloved prayer to Allaah is the prayer of Dawood (peace and blessings of Allaah be upon him). 
And the most beloved fast to Allah is the fast of Dawood (‘ah). He [Dawood (‘ah)] slept till midnight, performed one-third tahajjud prayer and slept one-sixth of the night. He used to fast one day and fast one day.
 Sahih Bukhari, Hadith No. 1131 Value of Hadith: Sahih Hadith

2. Narrated by Aswad (R) He said, ‘I asked Aisha (ra), how was the prayer of the Prophet (sallallaahu‘ alayhi wa sallam) at night? He said he used to sleep first and wake up to pray. Then he would go back to his bed, get up early when the muezzin gave the call to prayer, take a bath if he needed to, or go out (towards the mosque) with ablution.
 Sahih Bukhari, Hadith No. 1148 Value of Hadith: Sahih Hadith

আসসালামু আলাইকুম,,, 
আমাদের অনেকের রাত জাগার অভ্যাস। অনেকে চায় একবারে তাহাজ্জুদের নানাজ পড়ে ঘুমাবে। আসুন তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় হাদিসের আলোকে জেনে নেই ইনশাআল্লাহ।          
নিম্নের হাদিস দুইটি সহিহ,,, 
আর দুটাই বুখারী থেকে নেওয়া, হাদিসের ভাষ্যমতে রাতের কিছুটা অংশে ঘুমিয়ে তারপর তাহাজ্জুদ আদায় করাই উত্তম।
‘আবদুল্লাহ ইব্‌নু ‘আমর ইব্‌নুল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বলেছেনঃ আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় সালাত হল দাঊদ (‘আঃ)-এর সালাত। আর আল্লাহ্‌ তা’আলার নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হল দাঊদ (‘আঃ)-এর সিয়াম। তিনি [দাঊদ (‘আঃ)] অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, এক তৃতীয়াংশ  তাহাজ্জুদ সালাত আদায় করতেন এবং রাতের এক ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন সাওমবিহীন অবস্থায় থাকতেন।
  সহিহ বুখারী, হাদিস নং ১১৩১
হাদিসের মান: সহিহ হাদিস


২. আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত কেমন ছিল? তিনি বলেন, তিনি প্রথমাংশে ঘুমাতেন, শেষাংশে জেগে সালাত আদায় করতেন। অতঃপর তাঁর শয্যায় ফিরে যেতেন, মুআয্‌যিন আযান দিলে শীঘ্র উঠে পড়তেন, তখন তাঁর প্রয়োজন থাকলে গোসল করতেন, নইলে উযূ করে (মসজিদের দিকে) বেরিয়ে যেতেন।
  
সহিহ বুখারী, হাদিস নং ১১৪৬
হাদিসের মান: সহিহ হাদিস


Post a Comment

0 Comments