Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

বেনামাজির যে ১৫টি কঠিন শাস্তি হবে

আপনি কি জানেন কাফের আর আমাদের মধ্যে পার্থক্য কি???
কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হল
নামাজ।নামাজের দ্বারা একজন মুত্তাকীকে চেনা যায়।


চলুন জেনে নেই বেনামাজীর শাস্তিঃ
কেউ নামাজ ত্যাগ করলে বা ঠিকমত আদায় না করলে তার উপর ১৫টি আযাব নাযিল হবে।
দুনিয়াতে ৬টি, মৃত্যুর সময় ৩টি,কবরের মধ্যে ৩টি এবং হাশরের মাঠে ৩টি।

দুনিয়াতে ৬টি আযাব হলোঃ
১.বে নামাজীর হায়াত কমে যাবে ২.বেনামাজীর জীবনে বরকত হবে না ৩.বেনামাজীর চেহারার সৌন্দর্য থাকবে না ৪.বেনামাজীর কোন দোয়া কবুল হবে না ৫. ভালো কাজের সওয়াব উঠে যাবে ৬.আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।


#মৃত্যুর_সময়ের_৩টি_আযাব_হলোঃ
১.বেনামাজির অনেক কষ্টে রুহ বের হবে ২.বেনামাজি ক্ষুধা অবস্থায় মারা যাবে ৩.পানি পিপাসা নিয়ে মারা যাবে।

#কবরের_সময়ের_৩টি_আযাব_হলোঃ
বেনামাজির কবর দাউ দাউ করে জ্বলবে ২.বেনামাজীর কবরে সাপ,পোকামাকড় ভরা থাকবে ৩.বেনামাজীকে কবর দুই পাশ দিয়ে চাপ দিবে যার ফলে তার বাম পাশের পাজরের হাড় ডান পাশে এবং ডান পাশের পাজরের হাড় বাম পাশে ঢুকে যাবে।

#হাশরের_মাঠের_৩টি_আযাব_হলোঃ
১.বেনামাজীকে আল্লাহ রাগান্বিত স্বরে ডাকবেন ২.ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা ছুরির চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন এবং অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হবে ফলে বেনামাজি যখন সেই পুলের উপর পা রাখবে সাথে সাথে পা কেটে টুকরো টুকরো হয়ে দোজখে পড়ে যাবে। ৩.বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করে রাখা হয়েছে যেখানে বেনামাজিদের প্রতি মুহুর্তে আযাব দেয়া হবে।


#আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন।
আমিন
Source:আমলে নিসায়া বই 

Post a Comment

0 Comments