আসসালামু আলাইকুমঃ
আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত। তা যদি কারো সাথে হাসি মুখেও কথা বলা হয়। আমাদের সকালটাও যেন আল্লাহর নামে শুরু হয় সেদিকে খেয়াল রাখা উচিত। তাই আমাদের ঘুম থেকে ওঠার ও ঘুমাতে যাবার দোয়াটা মুখস্ত রাখা প্রয়োজন।
ঘুম থেকে ওঠার দোয়াঃ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর
হামদ-প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান
বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১
ঘুমানোর দোয়াঃ
আল্লাহুম্মা বিসমিকা আমু'তু ওয়া আহ-ইয়া।
আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত। তা যদি কারো সাথে হাসি মুখেও কথা বলা হয়। আমাদের সকালটাও যেন আল্লাহর নামে শুরু হয় সেদিকে খেয়াল রাখা উচিত। তাই আমাদের ঘুম থেকে ওঠার ও ঘুমাতে যাবার দোয়াটা মুখস্ত রাখা প্রয়োজন।
ঘুম থেকে ওঠার দোয়াঃ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর
হামদ-প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান
বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১
ঘুমানোর দোয়াঃ
আল্লাহুম্মা বিসমিকা আমু'তু ওয়া আহ-ইয়া।
2 Comments
আপনার সাইট আরো সুন্দর করতে হবে । আরো্ অনেক কিছু বদলাতে হবে পোস্ট গুলো আরো সুন্দর করে করতে হবে প্রতি পোস্টে একটা করে ছবি দিতে হবে ছবি গুলো অবশ্যই ইউনিক দিবেন । আমি শেখ রাসেল আইটি । আমার ওই ফেসবুক আইডি ডিএকটিভ করে রাখছি ।
ReplyDeleteThanks for you complement
ReplyDelete