Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

ঘরে প্রবেশ ও বের হবার দোয়া

আমরা বর্তমানে সবাই খুব ব্যস্ত মানুষ। আমাদের বিভিন্ন কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়।কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা বাড়ি থেকে বের হবার সময় আমাদের দোয়া পড়া উচিত যাতে করে আমরা বাইরের কাজেও আল্লাহর রহমত পেতে পারি।




#বাড়ি থেকে বের হবার দোয়াঃ

بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللّٰهِ

বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই


আবূ দাউদ ৪/৩২৫, নং ৫০৯৫; তিরমিযী ৫/৪৯০, ৩৪২৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫১।

#বাড়ি প্রবেশের দোয়াঃ

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম

ঘরে ঢুকে প্রথমে সালাম দিবে[১]

"তাছাড়া সহীহ হাদিসে এসেছে " যখন তোমাদের কেউ আল্লাহকে স্মরণ করে ঘরে প্রবেশ করে, খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান ওর সঙ্গীদের বলে"তোমাদের কোন বাসস্থান নেই,তোমাদের রাতের কোন খাবার নেই।"[২]


[১] আবূ দাউদ ৪/৩২৫, ৫০৯৬। আর আল্লামা ইবন বায রহ. তার তুহফাতুল আখইয়ার গ্রন্থে পৃ. ২৮ এটার সনদকে হাসান বলেছেন।
[২] মুসলিম, নং ২০১৮।


Post a Comment

3 Comments