Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Sura Fatiha (সূরা ফাতিহা)

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾
আল হামদুলিল্লা-হি রব্বিল ‘আ-লামীন।
আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রাব্ব।
All the praises and thanks be to Allah, the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists).
الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾
আর রহমা-নির রাহীম।
যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়।
The Most Beneficent, the Most Merciful.
مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾
মা-লিকি ইয়াওমিদ্দীন।
যিনি বিচার দিনের মালিক।
The Only Owner (and the Only Ruling Judge) of the Day of Recompense (i.e. the Day of Resurrection)

اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ﴿۵﴾
ইয়্যা-কা না‘বুদু ওয়া ইয়্যা-কা নাছতা‘ঈন।
আমরা আপনারই ইবাদাত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি।
You (Alone) we worship, and you (Alone) we ask for help (for each and everything).
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۶﴾
ইহদিনাস সিরা-তোয়াল মুছতাকীম।
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
Guide us to the Straight way.
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ٪﴿۷﴾
সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম । গাইরিল মাগদূ বি ‘আলাইহিম ওলাদ্বল্লিন।
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমীন!!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); The Way of those on whom You have bestowed Your Grace, not (the way) of those who earned Your Anger, nor of those who went astray.
 Amin
https://islamandlife24.blogspot.com/2020/10/sura-fatiha-in-english.html



Post a Comment

0 Comments