Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Things to do on Friday and exclusion(শুক্রবারে করনীয় ও বর্জনীয় বিষয়)

Assalamu Alaikum, Dear Muslim Brothers and Sisters, Today is Friday, today is a special day for Muslims, Friday is called the Hajj of the poor, and in some hadith, Friday is compared to Eid. Let's not know anything about Friday's exclusion and exclusion Things to do InshaAllah. 

source: Wikipedia 

: According to the hadith,

 the jurists have specified these practices. For example, 1. Zuma bathing day. The Prophet (peace be upon him) has made it obligatory for those on whom Zuma Forz has taken a bath on that day. 2. Nails and haircuts are a good thing to do that day as part of cleanliness. 3. Using perfume for Zuma prayer. (Bukhari) 4.Miswak (Ibn Majah) 5. Use of oil. (Bukhari) 6. Wearing good clothes and collecting Zuma. (Ibn Majah) 7. Sitting face to face with the Muslim Imam. (Tirmizi) 8. Going to the mosque on foot. (Abu Dawood) 9. More and more Darid Sharif lessons in Zuma day and night. (Abu Dawood: 1) 10. Praying more on this day. (Bukhari) 11. Do not proceed to the front of the mosque through the gap of the muslims. (Bukhari) 12. Read Surah Kahf on the Day of Zuma. For the reader, Allah illuminates the time between the two Zuma.  Of the times in which the prayer is accepted, it is the time from Friday ash until the arrival of Maghrib.  Our Muslim brothers should walk on foot on the purpose of mosque in order to purify the holy Friday and purify it. Subhan Allah.

And sisters, if you are pure and pure at home, worship Allah in your heart. "Wama Tawafiki Illabillah"

 The word of Allah Ta'ala The Holy Quran is intended,


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ


'O you who believe! On the day of Zuma, when prayers are offered, you rush to Allah's remembrance and stop buying and selling. This is better for you if you understand. Then when the prayer is over, you should spread it on the earth and seek the favor of Allah and remember Allah more and more, so that you may succeed. (Surah Zuma: Verses 3-5). Exclusion: Abu Hurairah said: The Messenger of Allah (peace be upon him) said, "If you say to your companion when you give Khutba on the Day of Zuma, 'Shut up' then you have said nothing in vain." (Sahih Bukhari: 9/21)

 The hadith narrated clearly shows that it is obligatory to listen to the Khutba in silence during the Khutba and it is forbidden to speak.

 

আসসালামু আলাইকুম,

প্রানপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা,

আজ শুক্রবার, আজ মুসলিমদের জন্য একটা বিশেষ দিন, শুক্রবারকে বলা হয় গরীবের হজ্জের দিন, আবার কিছু কিছু হাদিসে শুক্রবারকে ঈদের দিনের সাথে তুলনা করা হয়েছে। 

আসুন শুক্রবার এর কিছু করনীয় ও বর্জনীয় বিষয় জেনে নেই ইনশাআল্লাহ

করনীয় বিষয়ঃ

হাদিসের ভিত্তিতে ফেকাহবিদরা এসব আমলকে নির্দিষ্ট করেছেন। যেমন, ১. জুমা’র দিন গোসল করা। যাদের ওপর জুমা ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসূল (সা) ওয়াজিব করেছেন। ২. পরিচ্ছন্নতার অংশহিসেবে সেদিন নখ ও চুলকাটা একটি ভালো কাজ। ৩. জুমা’র সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারি) ৪. মিস্ওয়াক করা। (ইবনে মাজাহ) ৫. গায়ে তেল ব্যবহার করা। (বুখারি) ৬. উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। (ইবনে মাজাহ) ৭. মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিযি) ৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (আবু দাউদ) ৯. জুমা’র দিন ও রাতে বেশি বেশি দরুদ শরিফ পাঠ। (আবু দাউদ: ১০৪৭) ১০. এ দিন বেশি বেশি দোয়া করা। (বুখারি) ১১. মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারি). 

১২. জুমা’র দিন সূরা কাহাফ পড়া। পাঠকারীর জন্য আল্লাহ তায়ালা দুই জুমা’র মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।

 দোয়া কবুলের যে সময় গুলো রয়েছে তার মধ্যে শুক্রবার আসর এর সময় থেকে মাগরিবের আগ মুহুর্ত পর্যন্ত সময়টি অন্যতম সময়।

 আমাদের মুসলিম ভাইদের উচিত শুক্রবার পাক পবিত্র হয়ে সুগন্ধি মেখে মসজিদের উদ্দেশ্যএ পায়ে হেটে রওনা দেওয়া।কারণ হাদিসে এসেছে, শুক্রবার নামাজে যাতায়াতকারি ব্যক্তির প্রতি কদমে ১০ নেকি করে দেওয়া হবে। সুবহানআল্লাহ।

 আর বোনেরা আপনারা ঘরে বসে পাক পবিত্র হয়ে খুশু খুযু মনে আল্লাহর ইবাদত করুন, ইনশাআল্লাহ আপনারাও অধিক সওয়াবের অধিকারি হবেন। ওয়ামা তাওফিকি ইল্লাবিল্লাহ।

আল্লাহ তায়ালার বাণী         

পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

‘হে মুমিনগণ! জুমা’র দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং বেচা-কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বুঝ। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। (সূরা জুমআ : আয়াত ৯-১০)।

বর্জনীয় কাজঃ 

হযরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমা’র দিন খুতবা প্রদানের সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো, ‘চুপ করো’ তখন তুমি অনর্থক কথাই বললে।’ (সহিহ বোখারি: ১/১২৮)

বর্ণিত হাদিসের মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ হয়, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শোনা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম।



Post a Comment

0 Comments